চায়নার তুলনায় ইতালিতে করোনার এত প্রাণঘাতী হয়ে ওঠার কারণ কী?
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার গড়ে ৩.৬৯ শতাংশ। তবে ইতালিতে এ হার ৬.৭২ শতাংশ। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যাও ইতালিতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন ও বিশেষজ্ঞ মন্তব্য বিশ্লেষণ করে দেশটিতে মৃত্যু হার এত বেশি হওয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ শনাক্ত করা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন ১৮৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে ইতালিতে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার সেখানে ১৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১১৩তে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ১,০১৬ জনের। কেন সেখানে মৃত্যুর হার এত বেশি? ১. বয়স্ক মানুষের সংখ্যাধিক্য ইতালিতে মৃত্যুহার বেশি হওয়ার পেছনে একটি বড় কারণ হতে পারে সেখানকার বয়স্ক মানুষের সংখ্যাধিক্য। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বসবাস। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস-এর তথ্য অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ২৩ শতাংশই ৬৫ কিংবা তার চেয়ে বে